খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজকে সকাল ৮ টা থেকে দুপুর ২টা অব্দি স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ।পুলিশের তরফে জানানো হয়েছে ওই সময়কালে কলকাতা এবং হাওড়ার মাধ্যমে যাতায়াত হবে হাওড়া সেতুর মাধ্যমে ।বিদ্যাসাগর সেতু বন্ধ থাকা কালীন,বন্দর ,পোস্তা অথবা বড়বাজার থেকে কোনো পণ্যবাহী গাড়ি যাতায়াত করবে না ,ওই সময় হাওড়া মুখী গাড়ি গুলিকে স্ট্র্যান্ড রোড ধরে
যেতে হবে আর হাওড়া থেকে কলকাতা মুখী গাড়ি যাবে ব্রেবোর্ন রোড ধরে ।