সুদের হার বাড়াচ্ছে এলহাবাদ ব্যাঙ্ক

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : এলহাবাদ  ব্যাঙ্ক  সূত্রে জানা গিয়েছে আগামী মাস  থেকে তারা  ৭ দিন থেকে ৩ বছরের কম বিভিন্ন মেয়াদি আমানতে  সুদের  হার বাড়াতে  চলছে ,৭-২৯ দিনের আমানতে  সুদ  ৪.৫০% থেকে বেড়ে হচ্ছে ৫.৫০% অপরদিকে  ঋণের  তহবিল  সংগ্রহে খরচের ভিত্তিতে হিসাব  করা সুদের  হার ১০ বেসিস  পয়েন্ট বাড়াচ্ছে ওই ব্যাঙ্কটি ।