আগামী রাজ্য বিধানসভার বাজেট ২ মার্চের পরিবর্তে ৭ মার্চ থেকে শুরু হবে বলে জানানো হয় বিধানসভার
সচিবালয়ের তরফে ।তবে রাজ্যের বাজেট কবে পেশ হবে তার দিন এখনো স্থির হয়নি ।রাজ্য সরকারের সুপারিশ মেনেই বিধানসভার পূর্ববর্তীঅধিবেশন সমাপ্ত বলে ঘোষণা করেছেন রাজ্য সরকার । প্রথা মেনে রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ।