গতকাল ইডেনে দ্বিতীয় টি ২০ ও সিরিজ জিতলো ভারত

গতকাল ইডেনে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে
তোলেন ১৮৬ রান ।বিরাট কোহলি করেন ৫২(৪১) বলেন পন্থ নট আউট থাকেন ৫২(২৮) * বলে ম্যাচে সেরা খেলোয়াড় বিবেচিত হন ।জবাবেব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারিয়ে তোলেন ১৭৮ রান পুরান ৬২ করেন (৪১) বলেন এবং পাভেল নট আউট থাকেন ৬৮রান ৩৬ বলে ।