নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আই এস এলের লীগ টেবিল বলছে এই মুহূর্তে এটিকে তিনটি জিতে ,তিনটি হেরে এবং তিনটি তে ড্র করে এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে । সামনে ২ রা ডিসেম্বর চেন্নাইয়িন এফসির সাথে , নর্থ ইস্টের সাথে ৮ ই ডিসেম্বর এবং বেঙ্গালুরু এফসির সাথে ১৩ডিসেম্বর,শেষ চারে যেতে গেলে স্টিভ কোপেলের দল কে সব কটি ম্যাচ জেতার লক্ষে নামতে হবে অর্থাৎ লীগ টেবিলে ২৮-২৯ পয়েন্ট পেতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...