আই এস এল ফাইনালে ওঠার জন্য এটিকে মোহনবাগানের মরিয়া চেষ্টা

শনিবার গোয়ার মাঠে আইএস এলের লীগ ম্যাচে এটিকে মোহনবাগান নাটকীয় ভাবে ড্র করলো কেরল
ব্লাস্টার্সের সাথে ২-২ ফলাফলে ।তার ফলে এটিকে মোহনবাগান ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ।দ্বিতীয় অর্ধে,১-২ গোলে পিছিয়ে হতোদ্যম হয়নি এটিকে মোহনবাগান ,প্রবীর দাশ লাল কার্ড দেখাতে ১০ জনে খেলেও জনি কাউকে অবিশাস্য গোলে নাটকীয় ভাবে ম্যাচের রং বদলে দেন এটিকে মোহনবাগান ।