রাষ্ট্রায়াত্ব সংস্থা এনএইচ পিসি বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করলো নতুন শাখা সংস্থা ।তার নামকরণ করা
হয়েছে এনএইচ পিসি রিনিউবেল এনার্জি । কেন্দ্রের হাইড্রোজেন নীতি ঘোষণার পরেই বিএসি কে এই পদক্ষেপে কথা জানালো সংস্থাটি ।উল্লেখ্য গত ডিসেম্বরেই এই বিষয়ে নীতি আয়োগ এবং লগ্নি ও সরকারি সম্পদ পরিচালনার দফতরের সম্মত্তি পেয়েছিলো এনএইচ পিসি ।