আজ ৬১ আসনে ভোট চলছে উত্তর প্রদেশে

আজকে উত্তর প্রদেশে ৬১ আসনে পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে ,এই ৬১ আসন ছড়িয়ে আছে ১১টি জেলার মধ্যে ।উল্লেখযোগ্য কেন্দ্র গুলি হলো শ্রাবস্তী ,বাহারাইচ ,বড়াবাকি গোন্ডা ,সুলতানপুর ,আমেঠি অযোধ্যা ,প্রতাপগড় ,প্রয়াগরাজ ,কৌশাম্বি এবং চিত্রকূট সহ অন্যান্য বিধানসভা গুলি ।উল্লেখ যোগ্য প্রার্থীরা হলেন কেশব প্রসাদ মৌর্য্য ,কেন্দ্র সিরাতু ,সিদ্ধার্থ নাথ সিংহ ।