শ্রীলঙ্কা কে হারিয়ে ভারত সিরিজ পকেটে পুড়ে নিলো

গতকাল ধর্মশালার মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ম্যাচে ভারতে জয়ী হয় ৭ উইকেটে এবং সেই সঙ্গে সিরিজ ও জয় করে ।প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ৫ উইকেটে ১৮৩ রান ।উল্লেখযোগ্য রান কারীরা হলেন পাথুম (৭৫),শঙ্কা ৪৭*।জবাবেব্যাট করতে নেমে ভারত ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান করেন ।ভারতের হয়ে শ্রেয়াস নোট আউট থাকেন ৭৪ এই ছাড়াও সঞ্জু ৩৯ এবং জাদেজা নট আউট থাকেন ৪৫।