রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড ফুটবল সংস্থা ঠিক করেছে আগামী ২৪ সে মার্চ
মস্কোর স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে যে ম্যাচ খেলার কথা ছিল তা তারা খেলবেন না । সেই ম্যাচ জিতলে রাশিয়া কাতার বিশ্বকাপের টিকিটনিশ্চিত করতে মুখোমুখি হতো সুইডেন এবং চেক প্রজাতন্ত্র ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে আর সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মস্কো তেই চেক এবং সুইডেন ও জানিয়েছেন তারা কোনো অবস্থা তেই রাশিয়ার মাঠে খেলবেন না ।