সদ্য সমাপ্ত উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০৪ টি আসনে ফলাফল ঘোষণা শুরু হয়ে গিয়েছে আজকে
সকাল ৮ টা থেকে ।সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার ২০২ টি আসন ।এখন অব্দি প্রাপ্ত্য সংবাদ অনুযায়ী বিজেপি এগিয়ে আছে ১৮০ টিআসনে সমাজবাদী পার্টি এগিয়ে আছে ৩৮ টি আসনে বিএসপি এগিয়ে আছে ৪ টি আসনে অন্যান্য রা এগিয়ে আছে ৪টি আসনে । ২০১৭ নির্বাচনে বিজেপি পেয়েছিলো ৩২২ টি আসন ,সমাজবাদী পার্টি ৫২ টি বিএসপি ১৯ টি এবং অন্যান্য রা ১০ টি ।