গোয়া নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা চরমে

সদ্য সমাপ্ত গোয়া বিধানসভার ৪২ টি আসনে যে নির্বাচন হয়ে গিয়েছে তার ফলাফল শুরু হয়ে গিয়েছে ,জয়ের জন্য যেকোনো জোট অথবা দলের দরকার ২১ টি আসন ।এখন অব্দি প্রাপ্ত্য সংবাদ অনুযায়ী গোয়ার আঞ্চলিক দলগুলি এগিয়ে আছে২টি আসনে বিজেপি একটি আসনে আপ ও কংগ্রেস এখন অব্দি কোনো আসনে এগিয়ে নেই। ২০১৭ সালে অন্যান্যরা পেয়েছিলো ৭টি আসনবিজেপি ১৩ টি আপ কোনো আসন পাননি কংগ্রেস পেয়েছে ২০টি ।