পরিচালক অরিন্দম শীল ইস্কাবনের বিবি নামক একটি নারীকেন্দ্রিক থ্রিলার ছবি পরিচালনা করছেন ।এই ছবি
দিয়ে সিনেমার ডেব্যু করছেন ছোট পর্দার নায়িকা তৃনা সাহা ।এই ছাড়াও এই ছবিতে রয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা অরুনিমা ঘোষ ।দিসিম্পল গার্ল ছবিটির গল্প অবলম্বনে এই ছবিটি বানাচ্ছেন অরিন্দম শীল ,ছবি তে তিনটি মেয়ে একটি দুষ্ট চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে আইনেরচোখে অপরাধী তারা কি ভাবে তারা নিজেদের নির্দোষ প্রমান করবে এই নিয়ে গল্প ।