আগামী ১১ ও ১২ তারিক গোয়ার মাঠে অষ্টম আইএস এলের খেলা গুলি অনুষ্ঠিত হবে ।১১ তারিক জামশেদপুর খেলবে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি ,অপরদিকে ১২ তারিক মোহন বাগান মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ।গতকাল১৫ তারিক রিটার্ন লেগে কেরালা মুখোমুখি হবে জামশেদপুরের এবং ১৬ তারিক এটিকে মোহনবাগান মুখোমুখি হবে হায়দ্রাবাদের ,২০ সে মার্চহবে ফাইনাল ।ফাইনালে এটিকে মোহনবাগান উঠলে রয় কৃষ্ণ খেলার সম্ভাবনা কম দেশের জন্য প্রাক বিশ্বকাপের জন্য ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...