কলকাতা হাইকোর্টে দায়ের হলো প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে মামলা

গতকাল ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে ।বিচারপতি অমৃতা
সিংহ মামলা টি গ্রহণ করেছেন ,আদালত সূত্রের খবর আগামী মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে ।মামলা কারীদের আইনজীবী জানানটেটের প্রশ্ন পত্রে ভুল থাকার জন্য তার মক্কলদের ৬ নম্বর বাদ দিয়েছিলো ।তার পরে আদালতে প্রশ্ন ভুল প্রমান হওয়াতে ৬ নম্বর বাড়তি দেওয়ার নির্দেশ দে হাইকোর্ট ,সম্প্রতি ৭৩৮ টি পদে নিয়োগের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ,কিন্তু মামলাকারীদের সেইখানে নাম নেই
অথচ ৬ নম্বর দেওয়া হলে তাদের নাম থাকা উচিত বলে তিনি দাবি করেন ।