২০১৮ থেকে টানা দুইবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারলো না ইটালি

গতকাল ইউরো চ্যাম্পিয়ন ইটালি কে উত্তর মাসেডোনিয়া সংযুক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে
যাওয়ার রাস্তা বন্ধ করে দিলো ইটালির ।৯২ মিনিটে গোল করেন ম্যাসিডোনিয়ার হয়ে আলেক্সান্ডার প্লাসকোভস্কি । এই নিয়ে ২০১৮ থেকে টানাদুই বছর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারলো না ইটালি ।উত্তর ম্যাসেডোনিয়া এইবার বিশ্বকাপ খেলার লক্ষে মুখোমুখি হবে পর্তুগালের ।