গতকাল আই পিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ে মাঠে কেকেআর টসে জিতে ব্যাট করতে পাঠায় সিএসকে
। ২০ ওভারে সিএস কে ৫ উইকেট হারিয়ে তোলেন ১৩১ রান ,ধোনি ৫০ রান করেন ৩৮ বলে । জাদেজা করেন ২৬ রান নট আউট থেকে ।কেকেআর ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে ।রাহানে করে ৪৪ ( ৩৪) বলে উমেশ যাদব ম্যান অফ দি ম্যাচ হন ২০ রানে ২উইকেট নিয়ে ।