গতকাল আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ৯৪ তম স্থানে থাকা বেলারুশে কাছে ৩-০ গোলে ১০৪ তম
স্থানে থাকা ভারত । গতকাল ভারতীয় দল গঠন করেন ভারতীয় কোচ প্রীতম ,শুভাশীষ ,লিস্টন এবং প্রণয় হালদারের মত অভিজ্ঞ দের বাদদিয়ে ।প্রথম অর্ধ কোনো ভাবে গোল শুন্য ভাবে শেষ হয় দ্বিতীয় অর্ধের শুরু তেই বাকাই য়ের গোলে ভারত পিছিয়ে যান ,৬৮ মিনিটে২-০ করেন আন্দ্রেই।৯১ মিনিটের মাথায় ৩-০ গোল করেন বেলারুশের ভ্যালেরি ।