গতকাল পাঞ্জাবের আপ দলের নতুন মুখ্যমন্ত্রী ভগবান মান ঘোষণা করেন যে এখন থেকে রাজকোষ ঘাটতি
মেটাতে বিধায়ক রা একটি মেয়াদের জন্য ৭৫ হাজার টাকা পেনশন পাবেন ।কেউ যদি ১০ বারের জন্য ও বিধায়ক হন তবেও ৭৫ হাজার টাকাকরে পেনসন পাবে ।তিনি বলেন এর আগে কোনো কোনো রাজনীতি বিদ ৩ থেকে ৫ লক্ষ্য টাকা অব্দি পেনশন পেতেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...