বিধায়কদের পেনশন কমালো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

গতকাল পাঞ্জাবের আপ দলের নতুন মুখ্যমন্ত্রী ভগবান মান ঘোষণা করেন যে এখন থেকে রাজকোষ ঘাটতি
মেটাতে বিধায়ক রা একটি মেয়াদের জন্য ৭৫ হাজার টাকা পেনশন পাবেন ।কেউ যদি ১০ বারের জন্য ও বিধায়ক হন তবেও ৭৫ হাজার টাকাকরে পেনসন পাবে ।তিনি বলেন এর আগে কোনো কোনো রাজনীতি বিদ ৩ থেকে ৫ লক্ষ্য টাকা অব্দি পেনশন পেতেন ।