রাজ্যসভাতে আর দেখা যাবেনা ৪৪ জন বিভিন্ন দলের সাংসদ দের

আগামী বৃহস্পতিবার বাজেট অধিবেশনের অন্যান্য কর্মসূচি স্থগিত রেখে , ৪৪ জন সংসদের বিদায়ী বক্তিতা
অনুষ্ঠিত হবে । তার মধ্যে রয়েছে অনেক বড় বড় কংগ্রেসের নেতাদের নাম ।বাংলা থেকে বিজেপির রুপা গঙ্গোপাধ্যায় এবং রাষ্ট্রপতি মনোনীতসদস্য স্বপন দাশগুপ্তের মেয়াদ শেষ হচ্ছে । কংগ্রেসের নেতাদের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে চিদাম্বরম, এন্টোনি ,অম্বিকা সেন আনন্দ শর্মা জয়রাম রমেশ ও কপিল সিব্বালের মত নেতাদের ।