নবরাত্রি উপলক্ষে যাত্রীদের জন্য আইআর সিটিসি চালু করতে নবরাত্রি থালি

রাজধানী ,দুরন্ত ,শতাব্দী সহ দেশের প্রায় ৫০০ এক্সপ্রেস ট্রেনে আগামী ২ রা এপ্রিল থেকে চালু হতে চলেছে
নবরাত্রি থালি ।আজকে আইআরসিটিসির ওয়েবসাইটে টিকিটের সাথে ওই থালির বুকিং শুরু হচ্ছে । আইআরসিটিসি জানান ওই থালি তেরসুন ও পেঁয়াজ বর্জন করা হবে । নূনের বদলে ব্যবহার করা হবে বিটনুন , ই ক্যাটারিং বিশেষ ব্যবস্থা তেও ও থালি বুক করা যাবে দাম ১২৫-২০০ টাকা ।