অপরাধী শনাক্তকরণের জন্য পেশ করা হলো ২০২২ অর্থনৈতিক শনাক্তকরণ বিল

গতকাল লোকসভা তে অপরাধী শনাক্তকরণ বিলটি ভোটাভুটি তে সরকার পক্ষের জয়ের পরে বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি ।এই বিলটিতে বলা হয়েছে যে অপরাধের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তারহওয়ার পরে তার হাত ও পায়ের ছাপের সঙ্গেই চোখের মনি,রেটিনা স্ক্যান এবং ডিএনএ নমুনা ও সংগ্রহ করতে পারবে তদন্তকারী সংস্থা ।