চেষ্টা করেও আই পিএলে হার এড়াতে পারলো না লখনৌ সুপারজায়ান্ট

গতকাল আইপিএলের সাখ্যাতে লখনৌ সুপারজায়ান্ট ৬ উইকেটে তোলে ১৫৮ রান ।তাদের হয়ে সর্বাধিক
রান করেন হুডা ৫৫ এবং বাদোনি ৫৪,মোহাম্মদ সামি ২৫ রানে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ।জবাবে ব্যাট করতে নেমে গুজরাটটাইটান্স,১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন ওয়েড ৩০ হার্দিক ৩৩ মিলার ৩০ টেউটিয়া ৪০*।