গতকাল স্টেট্ এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের বিচারপতি সৌমিত্র পাল এবং প্রশাসনিক সদস্য সাইয়েদ আহেমদ বাবার প্রশাসনিক বেঞ্চ নিয়োগে অনিয়মের জন্য খাদ্য দফতরের ৯৯৭ জনের প্যানেল বাতিল করলো ।মামলা কারীদের আইনজীবী জানান এই নিয়োগের দায়িত্বে ছিল রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড ।নিয়োগের সময়ে কাট অফ মার্ক্স্ জানানো হয়নি ,মণ হয়নি জাতি গতসংরক্ষণের নিয়ম ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...