গতকাল আইপিএলে লীগের খেলাতে নির্দিষ্ট ওভারে ৬ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস করলো ২১০ রান।
সঞ্জু স্যামসাং করেন ৫৫ (২৭) বলে ,হেটমেয়ার করেন ৩২(১৩) বলে এবং দেব দত্ত করেন ৪১(২৯) বলে।জবাবে হায়দ্রাবাদ নির্দিষ্ট বলে১৪৯ রান তোলেন ৭ উইকেট হারিয়ে ,৬১ রানে জয়ী হন রাজস্থান রয়্যালস ম্যাচের সেরা হন সঞ্জু স্যামসাং ,চাহাল ৩ উইকেট নিয়েছিলেন ।