গতকাল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন এসএসসির নিয়োগ সংক্রান্ত
উপদেষ্টা কমিটির চার সদস্য সুকান্ত আচার্য্য, পিকে বন্দ্যোপাধ্যায় , একে সরকার ও টি পাঞ্জা কে সিবিআই ডাকলে হাজিরা হতে হবে । আগামীসোমবার জিজ্ঞেসাবাদের জন্য সিবিআই রিপোর্ট পেশ করবে । ওই চারজনের যোগাযোগের ঠিকানা শিক্ষা সচিব সিবিআই কে দেবে ,শিক্ষা সচিব কেও আদালতে জানাতে হবে তিনি সিবিআই কে সাহায্য করছেন কিনা ।