আতশ কাঁচের এসএস সি দুর্নীতি কাণ্ডে জড়িত চার উপদেষ্টা কমিটির সদস্য

গতকাল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন এসএসসির নিয়োগ সংক্রান্ত
উপদেষ্টা কমিটির চার সদস্য সুকান্ত আচার্য্য, পিকে বন্দ্যোপাধ্যায় , একে সরকার ও টি পাঞ্জা কে সিবিআই ডাকলে হাজিরা হতে হবে । আগামীসোমবার জিজ্ঞেসাবাদের জন্য সিবিআই রিপোর্ট পেশ করবে । ওই চারজনের যোগাযোগের ঠিকানা শিক্ষা সচিব সিবিআই কে দেবে ,শিক্ষা সচিব কেও আদালতে জানাতে হবে তিনি সিবিআই কে সাহায্য করছেন কিনা ।