রাজ্য সভা তে বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ালো ১০০ তে

রাজ্য সভার সূত্রে জানা যাচ্ছে ২৪৫ টি আসনের রাজ্য সভা তে বিজেপির সদস্য সংখ্যা এসে দাঁড়ালো ১০০ তে । ১৯৯০ শালের পরে এই প্রথম রাজ্য সভা তে বিজেপি তিন অংকের ঘরে পৌছালো ।নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০১৪ সালে তখন বিজেপির সদস্য সংখ্যা ছিল ৫৫। গত ৮ বছরে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ তে ।উত্তর প্রদেশের ১১ টি খালি রাজ্য সভা আসনের মধ্যে
বিজেপি ৮টি আশা করছে ।