আইপিএলে দাপটে সঙ্গে জিতলো কেকে আর

গতকাল কেকে আর লীগের খেলাতে ৬ উইকেটে হারালো পাঞ্জাব কিংস কে ।প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস করেন ১৮.২ ওভারে ১৩৭ রান ।তাদের হয়ে সর্বোচ্চ রান করেন রাজপক্ষে ৩১ রান ৯ বলে , চারটি উইকেট নেন উমেশ যাদব এবং ম্যানওফ দি ম্যাচ হন ।জবাবে নাইট রাইডার্স ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তোলেন ।বিস্ফোরক ব্যাটিং করে রাসেল নট আউট থাকেন৭০ রান করে ৩১ বলে ।