দিল্লি ডেয়ারডেভিলস কে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে হার্দিক পান্ডিয়ার দল

গতকাল গুজরাট টাইটান্স নির্দিষ্ট ওভারে ৬ উইকেট হারিয়ে করেন ১৭১ রান । তাদের হয়ে বড় রান তোলেন
শুভমান গিল ৮৪ (৪৬) হার্দিক ৩১(২৭) এবং মিলার করেন ২০ (১৫) ।দিল্লীর হয়ে মুস্তাফিজুর ২৩ রানে ৩ টি উইকেট নেন ।জবাবে দিল্লিক্যাপিটালস ৯ উইকেটে ১৫৭ রান করেন ।লাকি ফার্গুসন ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন ।