চলতি যুদ্ধ ও আসন্ন করোনার দাপট পর্যটন শিল্পের উপর প্রভাব ফেলবে কি ?

ওমিক্রনে রাশ আলগা হতেই পর্যটন শিল্পের বাজার চাঙ্গা হচ্ছিলো , গ্রীষ্মহের চলতি মরশুমে ব্যবসার চাপ
করোনার আগের থেকে ও বেশি তে পৌঁছে গিয়েছে ,কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া উক্রেনের যুদ্ধ ।তেল ও এটিএফ দাম বৃদ্ধিরফলে বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে ,বেড়েছে হোটেল খরচ ,ভ্রমনের ইচ্ছের সামনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সচেতনতার অভাবে নতুন করে করোনা না ছড়ায় এই ভয়ের বার্তা ।