ভারত রফতানি তে রেকর্ড গড়লো ২০২১-২২ অর্থবর্ষে

বাণিজ্যিক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতে সামগ্রিক রফতানির অংক দাঁড়িয়েছে ৪১,৮০০ কোটি ডলারে ।এটি সর্বকালীন রেকর্ড ।মন্ত্রক সূত্রে জানা গিয়েছে পেট্রো পণ্য ইঞ্জিনিয়ারিং পণ্য ,গয়না এবং রাসায়নিক কে রফতানিঅনেকটাই বেড়েছে ।রফতানি সব থেকে বেশি হয়েছে আমেরিকা ,চীন ,হল্যান্ড এবং বাংলাদেশে ।