বাণিজ্যিক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতে সামগ্রিক রফতানির অংক দাঁড়িয়েছে ৪১,৮০০ কোটি ডলারে ।এটি সর্বকালীন রেকর্ড ।মন্ত্রক সূত্রে জানা গিয়েছে পেট্রো পণ্য ইঞ্জিনিয়ারিং পণ্য ,গয়না এবং রাসায়নিক কে রফতানিঅনেকটাই বেড়েছে ।রফতানি সব থেকে বেশি হয়েছে আমেরিকা ,চীন ,হল্যান্ড এবং বাংলাদেশে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...