গতকাল নবান্ন বাগান কর্তারা গিয়েছিলো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে

গতকাল নবান্নে গিয়ে মোহনবাগানের কর্মকর্তারা নবনির্মিত তাবু উদ্বোধনর জন্য মুখ্যমন্ত্রী কে আমন্ত্রণ
জানিয়ে আসেন । জানা গিয়েছে তিনি সম্মতি দিয়েছে ক্লাব কর্তাদের উদ্বোধনের ব্যাপারে ।জানা গিয়েছে এইবার উদ্বোধনের দিন ক্ষণ ঠিককরবে ক্লাব কর্তারা ,জানা গিয়েছে মুখ্যমন্ত্রী কে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হবে,রযকৃষ ও গতকাল থেকে ক্লাবের অনুশীলনে নেমে পড়েছেন ।