বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে এসে অভিষেকের বিবৃতি বিপদ বাড়ালো অনুব্রত কে

গত পরশু সিবিআইয়ের তলব এড়িয়ে অনুব্রত মন্ডল এস এস কে মে ভর্তি হওয়ার পর থেকেই না না বিতর্ক দানা বেঁধেছে ।এই ব্যাপারে দলীয় সাংসদ নেতা ও দলীয় মুখ্যপাত্র জানিয়েছেন যে এই জন্য তাদের বিব্রত হতে হচ্ছে ।গতকাল বালিগঞ্জউপনির্বাচনের প্রচার করতে গিয়ে বলেন “সিবিআই তদন্তের মুখোমুখি হয়েই লড়াই চালাতে হবে এড়িয়ে গিয়ে নয় “।