আই সি ও ওসি কে সরানো হলো আসানসোল লোকসভার উপনির্বাচন উপলক্ষে

গতকাল রাজ্যের মুখ্যনির্বাচনী অফিসার আরিজ আফতাবের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনের সচিব
রাকেশ কুমার জানিয়েছেন আসানসোল দক্ষিণ থানার আইসি এবং জামুরিয়া থানার ওসি কে দ্রুত সরিয়ে দিয়ে তার পরিবর্তে যাদের পোস্টিং দেওয়া হবে তাদের নাম যেন দ্রুত দিল্লীর নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয় ।অপসারণের কারণ প্রসঙ্গে রাজ্য সিইও দফতর কোনো তথ্য পায়নি বলে জানা যাচ্ছে ।