আবারো মাথা ছাড়া দিলো মূল্যবৃদ্ধি

মূলত মাছ ,মাংশ ও আনাজ সহ বিভিন্ন খাদ্য পণ্যের দাম বাড়া সহ বিগত মার্চ মাসে তা পৌঁছে গেলো ৬.৯৫%। যা বিগত ১৭ মাসের মধ্যে সব থেকে বেশি ,ফেব্রুয়ারী তে এই বৃদ্ধি ছিল ১.৭%।