মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কোম্পনি সর্বাধিক তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে ৬৩ হাজার টাকা

গতকাল মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা কোম্পানি তাদের সব রকম গাড়ির দাম ২.৫% হারে বাড়াতে চলেছে । জানা যাচ্ছে মডেল প্রতি গাড়ির দাম কম করে ১০ হাজার এবং উর্ধে ৬৩ হাজার অব্দি বাড়ছে ।ইস্পাত ,এলুমুনিয়াম ,প্যালাডিয়াম সহ বিভিন্ন কাঁচা মালের দাম বৃদ্ধিতে এই সিদ্ধান্ত ।