মৌসম ভবন মনে করছে এইবার কম বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গে

গতকাল কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিজি জানান দিল্লির মৌসম বিভাগের পুর্বাভাস উত্তরবঙ্গের
বিভিন্ন জেলা তে স্বাবাভিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে , তবে দক্ষিণ বঙ্গের বেশির ভাগ জেলা তেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবোনাবেশি এই খবর চিন্তা বাড়িয়েছে সরকার ও কৃষিজীবী দের উপরে ।মৌসম ভবন জানাচ্ছে উত্তর পূর্ব ভারত যার মধ্যে পশ্চিমবঙ্গ ও পরে এবংদক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির সম্ভাবনা বেশি ।