উত্তর প্রদেশে উদ্ধার হলো ব্যবসায়ীর বিছানা থেকে ৬.৩১ কোটি টাকা

উত্তর প্রদেশের হামিদ পুর জেলা তে এক গুটখা ব্যবসায়ী বিছানা তে লুকিয়ে রাখা ৬.৩১ কোটি টাকা বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় পণ্য এবং পরিষেবা কর দফতরের একটি তল্লাশি দল ।মঙ্গলবার ওই ব্যবসায়ীর বাড়ি এবং কারখানা তে অভিযান চালায় দলটি ,প্রচুর নগদ উদ্ধার করার পরে এসবি আইয়ের তিনটি টাকা গোনার মেশিন খুঁজে পায় তারা ।