২০১৭ শালের অগাস্ট মাসে অরবিন্দ পাঁগড়িয়ার পেতে নীতিআয়োগের চেয়ারম্যান হয়েছিলেন অর্থনীতিবিদ
রাজীব কুমার ,আগামী ৩০ সে এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার কথা । কি কারণে তিনি তড়িঘড়ি করে ইস্তফা দিলেন তার কারণ জানা যায়নি ।নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে অর্থনীতিবিদ সুমন কে বেরিকে নিয়োগ করেছে সরকার,তিনি দায়িত্ব নেবেন ১লা মে থেকে ।