গতকাল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আইপি এলের লীগ ম্যাচে ৮ রানে কেকে আর কে হারান গুজরাট টাইটান্স ।প্রথমে ব্যাট করে গুজরাট ৯ উইকেটে তোলে ১৫৬ রান ।সর্বাধিক রান করেন হার্দিক ৬৭ রান ৪৯ বলে ,টিম সাউদি ২৪ রানে তিনউইকেট এবং আন্দ্রে রাসেল ৫ রানে ৪ উইকেট নেন ।কিন্তু ব্যাটসম্যান দের ব্যর্থতা তে ১৪৮ রানে তাদের ইনিংস শেষ করে ,হেরে যায় ৮ রানে ।রাসেল করেন সর্বাধিক ৪৮ রান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...