অভিযোগ জ্যাকলিনের ওই সম্পদের উৎস্য জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের আর্থিক নয়ছয় ও তোলাবাজির
মাধ্যমে সংগ্রহীত অর্থ ।অভিযোগ সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে ওই পরিমান সম্পত্তির মালিক হয়েছিলেন জ্যাকলিন । আরো অভিযোগ তোলাবাজির মাধ্যমে সংগ্রহীত অর্থের মধ্যে সুকেশ ৫.৭১ কোটি টাকার উপহার জ্যাকলিন কে দিয়েছিলেন।এই ছাড়াও ১,৭৩,০০০ ডলার ও ২৭০০০ অস্ট্রেলিয়ান ডলার জ্যাকলিনের পরিবারের ঘনিষ্ঠ দের দেওয়া হয়েছে বলে অভিযোগ ।