আই পি এলে ভাগ্য বদল মুম্বাই ইন্ডিনাসের

গতকাল আইপিলের লীগের খেলাতে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৬ উইকেটে করেন ১৫৮ রান ।সর্বোচ্ছ রান করেন বাটলার ৫২ বলে ৬৭। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৯.২ ওভারে তোলেন ১৬১ রান ।দুর্দান্ত ব্যাটিং করে দল কেজেতান সূর্য যাদব তিনি করেন ৫১ রান ৩৯ বলে তাকে সঙ্গত দেন তিলক ৩০ বলে ৩৫ রান ম্যান অফ দি ম্যাচ সূর্য যাদব ।