গতকাল ওয়ানখেরে স্টেডিয়ামে শুকনো পিচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি ।নির্দিষ্ট
ওভারে তারা ৩ উইকেটে হারিয়ে তোলেন ১৯২ রান ,অধিনায়ক ফ্যাফ নোট্ আউট থাকেন ৫০ বলে ৭৩ রান করে ।জবাবে সানরাইসার্স ১৯.২ওভারে সকলেই আউট হয়ে যান ১২৫ রান করে । ৬৭ রানে জয়ী হন আরসিবি ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন হাসারাঙ্গা ।