স্টেট ব্যাঙ্ক ,ইউকো ব্যাঙ্ক ,ব্যাঙ্ক অফ বরোদা বন্ধন ব্যাঙ্ক সহ আরো একটি ব্যাঙ্ক নিতে মুনাফা ২১-২২ অর্থবর্ষে

গতকাল স্টেট্ ব্যাঙ্ক সহ ৫ টি ব্যাঙ্কের ২০২১-২২ সালের আর্থিক ফলাফল ও চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল
ঘোষণা হলো ।ওই ফলাফলে দেখা যায় ২০২০-২১ অর্থবর্ষের তুলনাতে ২১ -২২ অর্থবর্ষে মুনাফা বাড়াতে পেরেছে ব্যাঙ্ক গুলি ।ঋণের তুলনাতেওই অর্থবর্ষে এনপিএ হার কমেছে ৩.৯৭%।পুরো বছরে কর মেটানোর পরে মুনাফার অংক বেড়ে দাঁড়িয়েছে ৫৫.১৯% বেড়ে হয়েছে ৩১,৬৭৬ কোটি টাকা ।