গতকাল বৌবাজার কাণ্ডে ক্ষতিগ্রস্থ দের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মেট্রো রেল ও কেএম আর সি এলের প্রতিনিধিদের সাথে দেখা করলেন বিজেপির তিন কাউন্সিলর স্বজল ঘোষ ,বিজয় ওঝা ও মিনা দেবী পুরোহিত ,সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি কল্যাণ চৌবে । তাদের সঙ্গে জিএম মেট্রোর বৈঠক হয়েছে ,বৈঠকের পরে স্বজল বাবু জানান বৈঠক ইতিবাচক হয়েছে ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...