গতকাল টমাস কাপের ফাইনালে উঠেই ৭৩ বছর পর এই প্রথম পুরুষদের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলো ভারতবর্ষ ।১৯৪৮ সালে শুরু হয় টমাস কাপ ,১৯৮২ শাল থেকে দুই বছর অন্তর এই প্রতিযোগিতা শুরু হয় ।ভারতের হয়ে লক্ষ্য সেন কিদাম্বি শ্রীকান্ত এবং সাত্বিক ও চিরাগ জুটি ৩-০ গেমে হারান ইন্দোনেশিয়ার দল কে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...