রাজ্যপালের কাছে পুলিশি কার্যকলাপের বিরুদ্ধে নালিশ জানালো শুভেন্দু অধিকারী

রাজ্য বিধান সভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তার কার্যালয়ে পুলিশের অনধিকার প্রবেশ ও তার পিছনে থাকা ষড়যন্ত্রের জন্য সটান রাজ্যপাল কে টুইট করলেন ।জবাবি টুইটে রাজ্যপাল জানান বিরোধী দলনেতার কার্যালয়ে পুলিশি প্রবেশ উদ্বেগজনক । তার পরেই রাজ্যপাল এই বিষয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে পুরো ঘটনা টি জানতে রিপোর্ট তলব করেছে ।