গতকাল নিউ টাউনের সাপুরজি বাসস্ট্যান্ড থেকে সিএনজি পরিচালিত ৫ টি বাতানুকূল বাসের পরিষেবার সূচনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও স্থানীয় বিধায়ক ।বাস গুলি চলবে সাপুরজি থেকে ৫ নম্বর সেক্টর, সল্টলেকে ,করুণাময়ীঘুরে উল্টোডাঙার ১৫ নম্বর বাস স্ট্যান্ড অব্দি ।উল্টোডাঙার সরকারি বাস স্ট্যান্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে বেসরকারি বাস মালিকদের ,নূন্যতম ভাড়া ২০ টাকা সর্বোচ্চ ৩৫ টাকা ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...