পাঞ্জাব কে হারিয়ে দিল্লি বাঁচিয়ে রাখলো প্লে অফে যাওয়ার আশা

গতকাল আইপিএলের লীগের খেলাতে ১৭ রানে জয়ী হন দিল্লি ক্যাপিটালস ।৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন দিল্লির শার্দুল ঠাকুর ।প্রথম ব্যাট করে দিল্লি ক্যাপিটালস করেন ৭ উইকেটে ১৫৯ রান ।সর্বোচ্চ রান করেন মার্শ ৬৩ (৪৮)বলে আর পাঞ্জাব কিংস ৯ উইকেটে ১৪২ রান তোলে ।