গতকাল এটিকে মোহনবাগান কে পর্যদুস্ত হলো গোকুলামের কাছে

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের গ্রুপ পর্যায়ের খেলাতে যুবভারতী স্টেডিয়ামে গোকুলাম
হারালো মোহনবাগান কে ৪-২ গোলে ।প্রথম অর্ধ গোল শুন্য ছিল দ্বিতীয় অর্ধে গোল করে লুকা এগিয়ে দেন গোকুলাম কে ,তার পরে লিস্টনতা পরিষদ করেন ,৫৭ মিনিটে রিসার্ট গোল করে এগিয়ে দেন গোকুলাম কে ,৬৫ মিনিটে লুকা ৩-১ করে দেন,৮০ মিনিটে লিস্টন ব্যবধান কমান ,কিন্তু ৮৯ মিনিটে জিতিন সাবান ৪-২ করেন ।তিরির চোট মোহনবাগানের হারের কারণ ।